ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মো: নাঈম আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার হরিপুর উপজেলার খনগাঁও এলাকায় ৫০ বিজিবির অধীন বিওপির টহলদল তাকে আটক করে।
আটক নাঈম আহম্মেদ উপজেলার বামল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-র অধিনায়ক জানান, ওই দিন বিকেলে হরিপুর উপজেলার খনগাঁও এলাকায় সীমান্তের মেইন ৩৫৭ নং পিলার কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাঈমের পরিবার জানায়, সে (নাঈম) একজন মানসিক ভারসাম্যহীন মানুষ।