মুন্সীগঞ্জের শ্যামারচর সেতুর রেলিং ভাঙা, জনদুর্ভোগ চরমে

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের শ্যামারচর সেতুর রেলিং ভেঙে কয়েক বছর ধরে পড়ে আছে। সরু এই সেতুর ওপর দিয়ে একই সঙ্গে দুটি যানবাহন চলাচল করতে না পারায় এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। 

স্থানীয়রা অভিযোগ করেছেন, সেতুটি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

জানা যায়, শ্যামারচর সেতুটি মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ সেতু। এটি দিয়ে কৃষিপণ্য, বিশেষ করে অর্থকরী ফসল আলু বাজারে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা গবাদিপশু পালন করে এখানকার চরডুমুরি বাজারে দুধ বিক্রি করেন। তবে সেতুর বেহাল অবস্থার কারণে মানুষজন, যানবাহন ও পণ্য পরিবহনে চরম অসুবিধায় পড়তে হচ্ছে।

এ সেতু ছাড়া বিকল্প কোনো পথ না থাকায় এখানকার জনগণ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন। সেতুর পশ্চিম অংশের রেলিং সম্পূর্ণ ভেঙে পড়েছে, যা আরও বেশি বিপদজনক। সেতুটি দিয়ে সহজেই আনন্দপুর ও শিলই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ সম্ভব হলেও এর দুরবস্থায় সব কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা সেতুটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। 

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, "এ বিষয়ে বরাদ্দ পাওয়া গেলে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।"

 আবা/এসএস