সিরাজগঞ্জে বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন উপ-পরিচালক শরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বিএনপি নেতারা রকিবুল হাসান রতন ও মির্জা মোস্তফা জামান, এবং আলামিন প্রমুখ।
জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর পরিচালনায় এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলার অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা দল অংশ নিচ্ছে। ফুটবলপ্রেমীরা এই আয়োজন নিয়ে দারুণ উচ্ছ্বসিত।