ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে অস্ত্র ও কিরিচসহ সাম্পান নৌকা জব্দ

টেকনাফে অস্ত্র ও কিরিচসহ সাম্পান নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও একটি কিরিচসহ সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার(২১জানুয়ারি) সকালে এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।

তিনি জানান,সোমবার (২০জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল চেকপোস্ট হতে আনুমানিক ৮কিলোমিটার উত্তর দিকে বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি চালিয়ে নৌকার ভিতরে লুকিয়ে রাখা বস্তায় একটি স্বয়ংক্রিয় অস্ত্র(জি-৩ রাইফেল)ও একটি কিরিচ উদ্ধার করা হয়।এছাড়াও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে নৌকাটি জব্দ করা হয়।ওই এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি।দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান,উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং অস্ত্র-কিরিচসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নৌকা জব্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত