চাঁদপুরের শীর্ষ চাঁদাবাজ কাউসার মাল সেনাবাহিনীদের হাতে আটক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২০:৫৪ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট এলাকার চিহ্নিত চাঁদাবাজ মাদক সেবনকারী ও অপরাধ কর্মকান্ডের হোতা কাউসার মালকে অবশেষে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত বাবুরহাট এলাকায় বাস স্ট্যান্ড সিএনজি ও অটো স্ট্যান্ড সহ বাজার থেকে প্রতিদিন মোটা অংকের টাকা চাঁদাবাজি করতো কাউসার মাল । স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এই শীর্ষ চাঁদাবাজ কাউসার মালকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী অভিযান চালায়।
সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ জাবিদ হাসান ২১ বীর এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে কাউসার মালকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর হাতে আটক হওয়া কাউসার মাল বাবুরহাট ১৪ নং ওয়ার্ড মৃত সাত্তার মালের ছেলে।
চাঁদাবাজ কাউসার মালকে আটকের পর সেনাবাহিনী তাকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এই চাঁদাবাজির ঘটনায় চাঁদপুর মডেল থানায় চাঁদাবাজ কাউসার মালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দীর্ঘ বছর যাবৎ আটক কাওসার মাল বাবুরহাট এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গায় বিভিন্ন স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করত। এছাড়া বাজারের রাস্তার পাশে বিভিন্ন ভাসমান দোকান বসিয়ে চাঁদা তুলতো। বাবুরহাট এলাকার বড় বড় মাদকের চালান পাচার করত এছাড়া এলাকার সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল কাউসার মাল।
তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়ার পর তার বাড়িতে অভিযান চালানো হয়।
অবশেষে এই শীর্ষ চাঁদাবাজ কাওসার মালকে গ্রেফতার করা সম্ভব হয়।
এদিকে চাঁদাবাজ কাউসার মালকে গ্রেপ্তার করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই চাঁদাবাজ কাউসার আটক হওয়ায় সেনাবাহিনীদের প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ ব্যবসায়িক ও ভুক্তভোগীরা।
স্থানীয় এলাকাবাসী জানায়, নারী লোভী মাদকসম্রাট চাঁদাবাজির হোতা কাউসার মালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেছে। পরবর্তীতে সে দ্বিতীয় বিয়ে করেছে। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে। তার বিরুদ্ধে এর পূর্বেও বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।