ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নরসিংদীর বেলাবতে এক অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় বেলাব উপজেলার বিন্নাবাইদ এলাকায় স্থানীয় বিএম কলেজের পাশে একটি জালা ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

এর আগে, একই উপজেলায় গত ১৯ জানুয়ারি স্কুল ছাত্র অনয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এরই রেশ কাটতে না কাটতে আবার পাওয়া গেল আরেক অজ্ঞাত ব্যক্তির লাশ। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, সকালে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করার সময় হঠাৎ দেখতে পায় বিএম কলেজের পাশে একটি জালা ক্ষেতে মানুষের মতো কিছু পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখতে পায় একজন অজ্ঞাত (৫৫) পুরুষের মরদেহ। খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল পৌনে ১০টার দিকে লাশ উদ্ধার করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে লাশ দেখতে পায়। লাশটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর জানা যাবে কে বা কারা এবং কেন তাকে মারা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে মেরে লাশটি জালা ক্ষেতে ফেলে রেখে চলে যায়।

অজ্ঞাত,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত