পীরগঞ্জে মাংস বিক্রেতার মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ হাটের মাংস বিক্রেতা দরিদ্র সাদেকুল ইসলাম এর মেয়ে সাবিনা ইয়াসমিন মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়ায় ঐ গ্রাম-সহ তার স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাইট স্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা ও গ্রামের সাধারণ মানুষ হাতে ফুল নিয়ে সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানানোর জন্য বাড়ির গেট হতে স্কুল পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ।
স্কুলের শিক্ষকগণ সাবিনা ও তার পিতাকে সাথে নিয়ে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল ছিটিয়ে সাবিনা ইয়াসমিনকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজু মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক সভায় বক্তব্য রাখেন ঐ প্রতিষ্ঠানের পরিচালক আতাউর রহমান, শিক্ষক, কামরুজ্জামান, সাংবাদিক আব্দুল হাকিম ডালিম, শিক্ষিকা রাজিয়া সুলতানা ও সাবিনা ইয়াসমিনের পিতা সাদেকুল ইসলাম।
পীরগঞ্জের অবহেলিত ও সুবিধা বঞ্চিত পল্লি সাহাপুর গ্রামের ব্রাইট স্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেন থেকে ২০২২ সালে এসএসসি-তে জিপিএ ফাইভ পেয়ে এবং রংপুর সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি-তে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন সাবিনা ইয়াসমিন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেতে রংপুরের রেটিনা কোচিং-এ ভর্তি হন।