কিশোরগঞ্জের কটিয়াদীতে আইন শৃঙ্খলার অবনতি, বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, কিশোর গ্যাং এর উৎপাত ও ছিনতাই বৃদ্ধিতে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র জনতা ও কটিয়াদীবাসী।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কটিয়াদী বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটি কটিয়াদী উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, এডভোকেট নূরুল ইসলাম রমজান, ডা. শামীম ভূইয়া, ব্যবসায়ী আমিনুল ইসলাম শাহীন, পৌর ছাত্রদলে সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার হোসেন রিপন, কিশোরগঞ্জ জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমরান খান, খেলাফতে মসলিস কটিয়াদী উপজেলা শাখা প্রতিনিধি মুফতি তাফাজ্জল হক রাশীদি, ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কারী কাওসার আহম্মেদ, জাতীয় নাগরিক কমিটি কটিয়াদি উপজেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম রানা, এনায়েত উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল রোমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি নওশাদ লিমন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কটিয়াদীতে প্রসাশনের নিষ্ক্রিয়তার কারণে চুরি, ডাকাতি, কিশোর গ্যাং এর উৎপাত ও ছিনতাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। দেশের জনগণ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ অপশাসনামলে। এই ফ্যাসিবাদী সরকার গুম খুন হত্যা, নির্যাতন এবং মানুষের অধিকার হরণ করে দেশে বিভীষিকা সৃষ্টি করেছিল। এখন আবার প্রশাসনের নিষ্ক্রিয়তার করণে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে।