জনগণ স্বল্প সময়ের মধ্যে নির্বাচন চায়: গোলাম পরওয়ার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৬ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী। দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে।
তিনি আরো বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দুর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ হবে। জামায়াত দেশে একটি কল্যাণমূলক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য রুকনদের পাশাপাশি সাধারণ লোকদেরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার আরো বলেন, প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী। দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে।
তিনি বলেন, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার চাই, এজন্য জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রুকনদের উদ্দেশ্যে বলেন, আপনারাই সংগঠনের মূল চালিকা শক্তি। আপনাদের ঈমান, আকিদা তাকওয়া, হালাল, হারাম আখলাক সকল কিছুর উপর নির্ভর করবে আমাদের আন্দোলন বেগবান করার কর্মপন্থা।
তিনি বলেন, আন্তরিকতা ও ধৈর্য সহকারে এ আন্দোলনে লোকজনকে অধিকতর সম্পৃক্ত করতে হবে। সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণেই নিশ্চিত হবে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। এক্ষেত্রে নিজেদেরকে আত্ম সমালোচনার মাধ্যমে নিজের নৈতিকতা সামাজিকতা উন্নত করতে হবে। পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় সম্মেলনে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর ও বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ। রুকন সম্মেলনে পাবনা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্যসহ ও জেলার দশটি সাংগঠনিক উপজেলার আমির ও সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।