সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২৪ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন, অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল হকসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দিন ও সহকারী শিক্ষক মো. কাবিজুল ইসলাম।
অনুষ্ঠান থেকে এসময় এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে প্রথম স্থান অধিকার করায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী আহনাফ তাহসিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ল্যাপটপ ও অন্যান্যদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তারা এসময় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম, সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা প্রদান করেন।