ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন।

গতকাল বুধবার সকালে উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল (৪০) পীরগঞ্জ উপজেলার গোগর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে রুবেল মটরসাইকেল চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়লে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পুলিশ আরও জানায় রুবেলের বিরুদ্ধে থানায় চুরি ও নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা রয়েছে এবং তার বাবার বিরুদ্ধেও একটি চুরির মামলা রয়েছে।

চুুরি,গণপিটুনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত