বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুরে ৫৫৬ জন অঙ্গীভূত আনসারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুরের সাতমাথায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ (বিবিএম, পিভিএমএস)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ডার রাশেদুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ, সদর উপজেলা কমান্ডার বিজন দত্ত, প্রশিক্ষক মনিরুজ্জামানসহ আনসার বাহিনীর অন্যান্য সদস্য।
অনুষ্ঠানে স্বনামে তালিকাভুক্ত ৫৫৬ জন অঙ্গীভূত আনসারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমরা আপনাদের জন্য এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি। সরকার আমাদের বাহিনীর উন্নয়নে আন্তরিক। তবে বিগত দিনের ভুল সিদ্ধান্তের কারণে কিছু পদক্ষেপ পিছিয়ে গেছে। এখন আমাদের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে কাজ করতে হবে। আমরা সামনে আর ভুল সিদ্ধান্ত নিবো না। আমাদের ডিজি মহোদয় আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। সামনে আমরা আরও ভালো সুযোগ-সুবিধা পাবো বলে আশাবাদী।”