মাদারীপুরের শিবচরে ছেলেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে নিখোঁজের ১১ দিন পরে ফজিলাতুন্নেছা (৭০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ বৈকুন্ঠপুর এলাকায় একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা লাশটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ বৈকুন্ঠপুর গ্রামের মৃত আবদুর রহমান আকনের স্ত্রী ফজিলাতুন্নেছা গত ১২ জানুয়ারী দুপুরে নিজ বাড়ি থেকে পাশ্ববর্ত্তী ছোট কুতুবপুর বাজারে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য যায়। এর পর থেকে সে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে গত ১৩ জানুয়ারী শিবচর থানায় একটি জিডি করা হয়। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
বুধবার বিকেলে স্থানীয়রা একই এলাকার মেহগনি বাগানে পাতা আনতে গেলে বস্তাবন্দি অবস্থায় লাশের মত দেখতে পেয়ে শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে গোপালগঞ্জ থেকে পিবিআই সদস্যদের একটি টিম ও ফরিদপুর থেকে ক্রাইমসিন বিভাগের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেন।
শিবচর থানার ওসি মো: রতন শেখ বলেন, সে হারিয়ে গেলে পরিবারের পক্ষ থেকে আমাদের থানায় জিডি করেন। পরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খোঁজখবর নেই। আজ বিকেল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পড়নের কাপড় দেখে পরিবারের সদস্যরা নিখোঁজ বৃদ্ধার লাশ বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। ফরিদপুর থেকে ক্রাইমসিন ও গোপালগঞ্জ থেকে পিবিআই সদস্যরা আসলে মরদেহ উদ্ধার করা হয়।