ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 

মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 

মিরসরাইয়ের রিজিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্য জনকভাবে মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) উপজেলার ইচাখালী ইউনিয়নের ভাঙ্গনী এলাকায় মঈনউদ্দীনের বাড়ি থেকে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিবার দাবি করছে স্বামীর বাড়িতে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত রিজিয়া আক্তার উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইস গ্রামের শাহ আলমের মেয়ে। ১০ বছর আগে পারিবারিকভাবে উপজেলার ইছাখালী ইউনিয়নের ভাঙ্গনী এলাকার মঈন উদ্দিনের সাথে তার বিয়ে হয়।

নিহত রিজিয়ার বাবা শাহ আলম জানান, তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। অপরিচিত একটি ফোন নাম্বার থেকে ফোন দিয়ে মেয়ে মারা গেছে বলে জানায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহ আলম বলেন,'বিয়ের পর থেকে মেয়েকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুর বাড়ি লোকজন। মেয়ের ঘরে ৫ বছরের একজন ছেলে সন্তান থাকায় মেয়েকে সব সময় ধৈর্য ধরতে বলি। আজকে মেয়েকে হত্যা করে তাদের খবর দেন। মেয়ে হত্যার বিচারের দাবি করেন তিনি।'

এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল সকালে মর্গে পাঠানো হবে। নিহত রিজিয়ার স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝুলন্ত,লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত