ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার দুপুরের দিকে সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মির্জা মোস্তফা জামান।

এ সময় তিনি বলেন, “সততা, স্বাধীনতা ও মানবতার প্রতীক স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কম্বল বিতরণের আয়োজন।

এ অনুষ্ঠানে বিএনপি নেতা আবু কায়েস ভুঁইয়া কর্নেল, ফরহাদ শেখ, মির্জা সুরুত, বাবু হাসান, আনিস, আকাশ খন্দকার, রানা হামিদ, মাসুমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ জিয়া,কম্বল,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত