সখীপুরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:০০ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালাম মিয়া বুধবার রাত ১০টার দিকে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পাওয়া যায়। 

নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের লেবুবাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।