দেশের ঐতিহ্যবাহী দর্শনার কেরু এ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সভা-সমাবেশ, জমজমাট আড্ডা ও মিছিলে মুখরিত করে রেখেছেন কেরুজ মিল ক্যাম্পাস। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন।
বুধবার (২২ জানুয়ারি) রাতে এ উপলক্ষ্যে একাধিক বারের সাবেক সভাপতি মো. তৈয়ব আলী সংগঠনের সাপ্তাহিক কর্মীসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই কর্মীসভা কেরুজ চিনিকল ক্যাম্পাস চত্বরে অবস্থিত তৈয়ব আলী সংগঠনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
পরিবহন বিভাগের চালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কর্ণধার আসন্ন সাধারণ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সাবেক সভাপতি মো. তৈয়ব আলী।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সঠিক ও যোগ্য নেতৃত্বের ব্যাপক ভূমিকা রয়েছে। তাই চিনিশিল্পে কৃষিবান্ধব শ্রমিক বান্ধব নেতা তৈয়ব আলী নিজেও একজন সফল ও বড় আখচাষী। তিনি শ্রমিক-কর্মচারীর দুঃখ কষ্ট বোঝেন। যার প্রমাণ ইতোমধ্যেই তিনি বার বার দিয়েছেন। কেরুজ চিনিকলে কর্মরত বঞ্চিত শ্রমিক-কর্মচারীর ন্যায্য অধিকার ফেরাতে তৈয়ব আলী সর্বদা কাজ করে থাকেন। একারণে সকল অপশক্তি রুখে বিপুল ভোটের ব্যবধানে আসন্ন নির্বাচনে সভাপতি হিসাবে জয়যুক্ত হবেন তৈয়ব আলী।
সংগঠনের কর্মী কেরুজ পরিবহন বিভাগের কর্মচারী ইয়াসির আরাফাত মিলনের সঞ্চালনায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উৎপাদন বিভাগের আবুল কাশেম, টারবাইন অপারেটর জাহিদুল ইসলাম, ডিষ্টিলারী আব্বাস আলী,ওয়ার্কশপের ওমর ফারুক, সিডিএ নেতা সাবেক মেম্বার সাইফুদ্দিন সুমন, বয়লার বিভাগের আনিছুর রহমান, কারখানা বিভাগের ইদ্রিস আলী প্রমুখ।
শেষে কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মিছিল মিল ক্যাম্পাস থেকে ঘুরে দর্শনা শহর প্রদক্ষিণ করে।