ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পটিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পটিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিমপুর মধ্যম পাড়া মিয়ারহাট এলাকার একটি ধানের জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, মৃত ব্যক্তিকে তারা আগে কখনো দেখেননি এবং তার পরিচয় সম্পর্কে কোনো ধারণা নেই।

এদিকে পটিয়ায়, চুরি ডাকাতি, ছিনতাই, খুন-সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে।

পটিয়া থানার ওসি জায়েদ নুর জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

হাত-পা বাঁধা,অজ্ঞাত যুবক,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত