ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ুন, নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আকারিয়া ইসলাম, সাংবাদিক বিমল কুমার, মাওলানা আবু জাফর, প্রভাষক আলমাস আনসারি, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাবিবুর রহমানসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হয়নি। বিগত সরকারগুলোর দুর্নীতির কারণে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা বর্তমানে অস্থায়ীভাবে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজ ও মাওলানা সাইফুদ্দিন কলেজে পাঠ গ্রহণ করছে। স্থায়ী ক্যাম্পাসের অভাবে শিক্ষার্থীরা একাডেমিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। খেলার মাঠ না থাকায় তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সরকারের কাছে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে যাবে।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শিক্ষার্থীরা বগুড়া-নগড়বাড়ি মহাসড়ক অবরোধ করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত