ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

ভোলা জেলা আইনজীবী সমিতির (২০২৫) নির্বাচনে বিএনপি পন্হী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। নির্বাচনে অ্যাডভোকেট মো: ফরিদপুর রহমান সভাপতি ও অ্যাডভোকেট ড. মো: আমিরুল ইসলাম বাছেত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি-মো: ইউসুফ-(১), ও মো: ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, ও এস এম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: মাহাবুবুর রহমান-(২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো: আহসান উল্যাহ সুমন এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মাহবুব আলম মাহাবুব, মো: ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার এবং মো: আলমগীর নবীন প্রমুখ।

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার পর ২২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: মোজাম্মেল হক তাদের বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বিজয়ী ঘোষণা করেন।

আইনজীবী সমিতি,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত