ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

রংপুরে বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা

রংপুর সদর উপজেলায় বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া।

বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম জানান, অভিযানে মেসার্স মাহি মায়ের দোয়া বেকারি, লাহিড়ীরহাট নামের একটি প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্স ছাড়া কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স রওশন আরা ফিলিং স্টেশন, নজিরেরহাট-এর পেট্রোল এবং ডিজেলের তিনটি ডিসপেনসিং ইউনিটে যথাক্রমে ৯০ মিলি, ৫০ মিলি এবং ৫০ মিলি পরিমাপ কম পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই,মোবাইল কোর্ট,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত