ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরায় জাল দলিল তৈরির অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাতক্ষীরায় জাল দলিল তৈরির অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাতক্ষীরার জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জাল দলিল তৈরি এবং আসল দলিল নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন (৫৫), তার ভাইপো ইয়াছিন আরাফাত শাওন (৩৫), সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের নকলনবীশ অনল কৃষ্ণ রায় (৩৮), কলারোয়া উপজেলার কাজী আবুল বাশার (৬৫) এবং সাতক্ষীরা শহরের এম এম শাহজাহান (৫৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩০৭৭/১৯৯৩, ৪৫২০/১৯৯৩ এবং ৩৭৬১/১৯৯৫-এর জাল সার্টিফাইড কপি তৈরি করেন। এসব জাল দলিল মূল দলিল হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে বালাম বই থেকে পাতা ছিঁড়ে নষ্ট করা হয়।

২০২৪ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটনাটি ধরা পড়ে। নকলনবীশ মো. আবু বাশার বিষয়টি সন্দেহ হলে সহকর্মীদের জানান।

দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরবর্তীতে এটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় মামলাটি হেড অফিসের অনুমতি নিয়ে দুদকের পক্ষ থেকে দায়ের করা হয়েছে।

জাল দলিল,দুদক,মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত