রাজবাড়ী সদর উপজেলা শহরের বড় বাজারের কাঁচা বাজার ও পান বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা ১১টা থেকে সোয়া দুইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে শহরের বড় বাজারের পান বাজারের রাজবাড়ী স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাঁচা বাজারের সাহা এন্টারপ্রাইজকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৩ হাজার টাকা ও মেসার্স মনির স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের মোঃ আল হাসানুর রহমানসহ জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যরা।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, “বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’’