ফ্যাসিবাদী আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প হিসেবে আখ্যা দিয়ে বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর "প্রিপেইড মিটার স্থাপন" প্রকল্পের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে গণসমাবেশ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু। উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম মুন্না, লিখন চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার প্রকল্প জনগণের উপর আর্থিক চাপ বাড়ানোর এবং সরকারের লুটপাটের উদ্দেশ্যে নেয়া একটি অপ্রয়োজনীয় প্রকল্প। বক্তারা উল্লেখ করেন, বর্তমান ডিজিটাল মিটারগুলোর তুলনায় প্রিপেইড মিটারের ক্ষেত্রে বিদ্যুতের বিল দ্বিগুণ পরিশোধ করতে হচ্ছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ তোলেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, এই প্রকল্প জনগণের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির মধ্যেও প্রিপেইড মিটার প্রকল্প জনগণের জন্য নতুন বোঝা সৃষ্টি করবে।
সমাবেশের সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন জানান, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করে প্রজ্ঞাপন জারি না করলে ৯ ফেব্রুয়ারি রংপুর শহর অবরোধ করা হবে। সেই কর্মসূচিতে রংপুরের সব বিদ্যুৎ গ্রাহককে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট সরকারের দমননীতি ও লুটপাটের বিরুদ্ধে রংপুরসহ সারাদেশে আরও সংগঠিত প্রতিবাদের দাবি তোলেন।