কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:০৬ | অনলাইন সংস্করণ

  কিশেরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ অফিসে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত তিনটার পর জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্রাফিক পুলিশ অফিসে এ আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় অফিসে ঘুমিয়ে থাকা চারজন ট্রাফিক পুলিশ সদস্য দৌড়ে বের হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, পুড়ে ছাই হয়ে গেছে অফিসের সকল নথি, আসবাবপত্রসহ স্থাপনা। 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভুইয়া জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর জানা যাবে।