ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

তাড়াইলে ইলেকট্রিক তার থেকে পাট বোঝাই ট্রাকে আগুন

তাড়াইলে ইলেকট্রিক তার থেকে পাট বোঝাই ট্রাকে আগুন

কিশোরগঞ্জের তাড়াইলে ইলেকট্রিক তার থেকে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তাড়াইল সদর বাজার কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকে পাট বোঝাই করে ফেরার সময় ইলেকট্রিক তার থেকে আগুন জ্বলতে দেখে ড্রাইভার স্বপন মল্লিক দ্রুত গতিতে ট্রাকটি তাড়াইল-নান্দাইল সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দক্ষিণ পাশের ময়দানে ট্রাকটি নামিয়ে দেয়। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ড্রাইভার-সহ ট্রাকটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় অগ্নিনির্বাপণ করে।

ট্রাকের ড্রাইভার স্বপন মল্লিক বলেন, পাবনা জেলার আতাইকুলা থানা থেকে তাড়াইল বাজার পরেশ চন্দ্র পালের গুদাম থেকে পাট নেয়ার জন্য আসছি। ট্রাকে পাট বোঝাই করে ফেরার পথে তাড়াইল বাজার কালিবাড়ি মোড়ে বিদ্যুতের ইলেকট্রিক তার থেকে আগুন লেগে যায়। তিনি আরও বলেন, তাৎক্ষণিক আমার জীবন বাজি রেখে ট্রাকটি দ্রুতগতিতে বাজারের বাহিরে নিয়ে আসি। এতে করে বাজারের ব্যবসায়ী মহল রক্ষা পায়। পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভায়।

তাড়াইল সদর বাজার পাট ব্যবসায়ী পরেশ চন্দ্র পালের দোকানের ব্যাবসায়িক দায়িত্বশীল তপন পাল বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় গুদাম থেকে ট্রাকে পাট বোঝাই করে নিয়ে যাওয়ার সময় কালীবাড়ী মোড়ে ইলেকট্রিক তার থেকে আগুন লেগে যায়। এতে করে প্রায় সাড়ে তিন লাখ টাকার পাট আগুনে পুড়ে যায়।

তাড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন সাব ইনচার্জ আতিকুল আলম জানান, একটি পাট বোঝাই ট্রাকে ইলেকট্রিক তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় অগ্নিনির্বাপণ করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইলেকট্রিক তার,পাট,ট্রাকে আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত