সিরাজগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা  ও বিজয়ীদের পুরস্কার বিতরণ 

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওই স্কুল মাঠে বৃহস্পতিবার প্রায় দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম, প্রভাষক আব্দুল বাছেদ, মনিরুল ইসলাম ও কলেজ পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড়, হাড়িঁভাঙ্গা, বালিশ পাচার, দড়ি খেলা, মোরগ যুদ্ধসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।

এছাড়া শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ ১৬’শ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ২৫টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণীয় বালিশ খেলায় প্রধান অতিথি খেলায় অংশগ্রহন করে প্রথম হন। এ খেলার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অনান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।