মানিকগঞ্জে সাবেক বিজিবি সদস্যকে কুপিয়ে আহত, যুবক গ্রেফতার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২০:২৭ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে ভাঙ্গা কোকের বোতল  দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে বাঁধন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম তোতার ছেলে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে বাঁধনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৯ জানুয়ারি দুপুরে বাঁধন ও তার পনেরো থেকে ষোলজন সহযোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ফারুক হোসেনের মালিকানাধীন আর রহমান হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রবেশ করে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।

মামলার বাদী ফারুক হোসেন জানান, ঐদিন হামলাকারীরা আমার রেস্টুরেন্টে এসে বলে আপনি কাস্টমারের অশ্লীল ভিডিও ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তখন আমি যেন আকাশ থেকে পড়ে যাই। তাদের বলি, আমি সততার সাথে রেস্টুরেন্ট চালাচ্ছি। এটা কোন আবাসিক হোটেল নয়। ভিডিও করার বিষয় আমি কিছুই বলতে পারবোনা। পরে রেস্টুরেন্টের দোতালায় উঠে আমাকে কোকের বোতল ভেঙে আমার শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করে। আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে আমি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছি।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, শুক্রবার ভোরে বাঁধনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওই রেস্টুরেন্টের বিষয়ে উভয় পক্ষ থানায় মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।