টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হাসনগঞ্জ চকচকিয়া বাজারে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এ আল্টিমেটাম দেন।
তিনি বলেন, ব্যবসায়ী সালাম মিয়ার খুনিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরে ওই খুনিদের রিমান্ডের এনে তাদের কাছ থেকে বের করতে হবে এই নির্মমতার কারণ কি? তাদের চামড়া খসিয়ে ফেলতে হবে। এখানে কোন মানবতার প্রশ্ন নেই। আমি ওসি ও এসপির সাথে কথা বলবো যেন ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করে।
মানববন্ধনে ছোরহাব আলী মাষ্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, যুবদল নেতা নুর-ই আযম, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, নিহতের মামা পুলিশ সদস্য সিদ্দিক হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন আহম্মেদ, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আইয়ুব আলী, নোমান সিকদার প্রমুখ।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, খুব দ্রুত ব্যবসায়ী সালাম হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ব্যবসায়ী সালাম মিয়াকে গলাকেটে হত্যা করে লেবু বাগানে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সালামের স্ত্রী বাছাতন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।