ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পুুলিশের তদন্ত শুরু

সিরাজগঞ্জে ছাত্র সমন্বয়কের উপর হামলা মালামাল লুট

সিরাজগঞ্জে ছাত্র সমন্বয়কের উপর হামলা মালামাল লুট

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ছাত্র সমন্বয়নক জাকারিয়া হোসেনের (৩১) উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারিরা তার টেলিকম দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই সমন্বয়ক ৩ নাম উল্লেখ করে ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পত্রে বলা হয়েছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সমন্বয়ক জাকারিয়া হোসেন কড্ডার মোড়ে তার মামা মইনুল ইসলামের সঙ্গে যৌথভাবে “জাকারিয়া টেলিকম” নামে পাইকারি ও খুচরা মোবাইল ফোন ও ফোনের সরঞ্জমাদির দোকান পরিচালনা করে আসছেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাকারিয়া হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করায় উল্লেখিত আসামিরা তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই দোকানে হামলা চালায়। এতে জাকারিয়া ও তার মামা মইনুল ইসলাম আহত হয় এবং দোকান ভাংচুর করা হয়। তারা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ও ১৫ টি বিভিন্ন দামের মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।

লুট,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত