মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলামের বাড়ি রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বীর মুক্তিযোদ্ধা মিয়া নজরুল ইসলাম জানান, উপজেলার ১১ নং পূর্ব শ্রীকোল মৌজার আরএস ৩২১ নং দাগের ১২ শতক জমির উপর ১৯৯২ সালে তিনি তিনটি ঘর নির্মাণ করে বসবাস করতেন। পরে খামারপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে তার নিজস্ব জমিতে আরেকটি বসত বাড়ি নির্মাণ করে বসবাস করেন। সেইসঙ্গে ওই বাড়ি ভাড়া দিয়ে দেন। গত ডিসেম্বরে বাড়িটি মেরামতের জন্য ভাড়াটিয়াদের অন্যত্র বাসা নিতে বলেন। এরপর থেকে বাড়িটির সংস্কারের কাজ চলছিলো। কিন্তু গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ করেই এলাকাবাসীর চিৎকার শুনে সেখানে গিয়ে তার ঘর পোড়ার দৃশ্য দেখে শ্রীপুর ফায়ার সার্ভিসে ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে ।