ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে গরম কাপড় ক্রয়ে নিম্ন আয়ের মানুষের ফুটপাতেই ভরসা

মুন্সীগঞ্জে গরম কাপড় ক্রয়ে নিম্ন আয়ের মানুষের ফুটপাতেই ভরসা

মুন্সীগঞ্জ শহরে শীতের তীব্রতায় গরম কাপড়ের চাহিদা বাড়ছে। তবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের প্রধান ভরসা হয়ে উঠেছে ফুটপাত। ফুটপাতে অল্প দামে বিভিন্ন ধরনের গরম কাপড় পাওয়ায় এই শ্রেণির মানুষেরা অভিজাত মার্কেটের বদলে ফুটপাত থেকেই কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

জানা যায়, শহরের কাচারীঘাট থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড় লেগেই থাকে। ভ্যানগাড়ি কিংবা অস্থায়ী দোকানে শীতের পোশাক বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। অস্থায়ী দোকানগুলোতে ১০০ থেকে ১০০০ টাকার মধ্যে হুডি, সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, লং কোট, উলের চাদর, কম্বল এবং শিশুদের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, শীতের শুরুতেই ঢাকার বিভিন্ন মার্কেট থেকে এসব পোশাক সংগ্রহ করে এনেছেন তারা।

ফুটপাতের পাশাপাশি হাসপাতাল রোড এবং থানার মোড় এলাকায় ভ্যানে করেও পোশাক বিক্রি করছেন হকাররা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত থাকে শহরের বিভিন্ন ফুটপাত। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষরা অল্প টাকায় প্রয়োজনীয় গরম কাপড় কিনতে ফুটপাতেই আসছেন।

হকার্স পাতাল মার্কেটের ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, ফুটপাতে কম দামে মানসম্মত গরম কাপড় পাওয়া যায় বলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা সেখান থেকে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অন্যদিকে, সুপারমার্কেটের দোকানদার রিফাত বলেন, "আমাদের দোকানে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের জন্য মানসম্মত বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থাকে, তবে দাম বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এখানে কেনাকাটা কম করেন।"

নভেম্বর থেকেই শীত অনুভূত হলেও জানুয়ারিতে এর তীব্রতা বেড়েছে। আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত শীতের প্রভাব অব্যাহত থাকবে। শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের ব্যবসায়ীরা ভালো বেচাকেনা করছেন।

ফুটপাত,ভরসা,নিম্ন আয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত