সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হায়দার আলীর বিরুদ্ধে ছাত্রদলের সভাপতি রাজিবুল হাসানকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারি সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রযোগে একই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রাজিবুল হাসানের বাড়িতে হামলা চালিয়ে রাজিবুলসহ তার ভাই নাহিদ পারভেজকে বেধড়ক মারপিট করে এবং প্রায় ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ মারপিটে তারা গুরুতর আহত হয় এবং আহত ছাত্রদল নেতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হায়দার আলী সাংবাদিকদের জানান, হামলার ঘটনার সাথে আমি জড়িত নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি মোকলেসুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং ছাত্রদল নেতার মেডিকেল সার্টিফিকেটের জন্য হাসপাতালে আবেদন করা হয়েছে। সার্টিফিকেট পেলে মামলা রেকর্ড করা হবে বলে তিনি উল্লেখ করেন।