সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে শহরের ইবি রোডের পুরানো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এছাড়া অন্যান্যদের মধ্যে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর, হারুন ও মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সংগঠক আকাশ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
শীত নিবারণে এ কম্বল পেয়ে অসহায় পরিবারের লোকজন খুশি।