বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুর মহানগরীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করেছে মহানগর মহিলা দল।
শনিবার নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জুম্মাপড়া ব্রীজ আল হেরা স্কুল এলাকার কোরআন শিক্ষা কেন্দ্রের শতাধিক শিশু ও নারীর মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরজানা বেগম সালেক।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড সভাপতি রেহেনা বেগম, দপ্তর সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রিমা বেগম, ২৩নং ওয়ার্ড মহিল দল নেত্রী খুশি বেগম, পারভীন আক্তার, রুণা বেগম, রংপুরের তরুণ সমাজসেবক আজিজ আল জামান রুহিত-সহ স্থানীয় সুধিজন, বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয়।