পাবনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের বাংলাদেশ ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
বিশেষ অতিথি ছিলেন প্র্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কমল শেখ টিটু, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সাঈদ মোহাম্মদ শামীম রহমান ও আরিফ আহম্মেদ প্রমুখ।