পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ইব্রাহিম রহমানের (২১) উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদী শাখা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে থানা ভবনের মূল ফটকের সামনে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ করে।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, আগামী ৩ দিনের মধ্যে মামলার আসামিদের গ্রেফতার করতে হবে, তা নাহলে কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা সভাপতি মো. সজিব হোসেন, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিটু, সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর আহবায়ক মাহমুদুল ইসলাম শাওন, সদস্য সচিব মো. রিশাদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সিয়াম হোসেন, আসিফুল জারিফ সহ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঈশ্বরদী সরকারী কলেজ এর সামনে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শহরের ফেরদৌস কলোনীর মৃত আব্দুস সালাম ডালুর ছেলে ইব্রাহিম রহমানের উপর গুপ্ত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। ওই দিন রাতেই নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও মশুড়িয়াপাড়া জাহিদুলের ছেলে শাকিল হোসেন (২১) ও একই এলাকার মতিন এর ছেলে রিফাত (২২) এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে ইব্রাহিম।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সমন্বয়ক ইব্রাহিমকে আহত করা হয়। এ ঘটনায় তিনি শুক্রবার থানায় মামলা করেন। এতে ছাত্রলীগ নেতা শাকিল হোসেন ও রিফাত হোসেনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পর থেকে ঈশ্বরদী থানা ও ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান শুরু করে। একপর্যায়ে প্রধান আসামি শাকিলের অন্যতম সহচর হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।