ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মাদকসেবীদের খামারে ঢুকতে বাধা দেওয়ায় ১১ ভেড়া হত্যা

মাদকসেবীদের খামারে ঢুকতে বাধা দেওয়ায় ১১ ভেড়া হত্যা

মুন্সীগঞ্জের মিরকাদিমে এক ডেইরি ফার্মে দুর্বৃত্তরা ১১টি ভেড়া নির্মমভাবে হত্যা করেছে। শনিবার গভীর রাতে মিরকাদিম পৌরসভার চন্দনতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিসমিল্লাহ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মের শ্রমিক মামুন জানান, চন্দনতলা গ্রামের খালেক মিয়ার ছেলে লিখনসহ কয়েকজন মাদকসেবী নিয়মিত খামারে ঢুকে মাদক সেবন করত। তাদের বারবার নিষেধ করার পর তিন-চার দিন ধরে তারা আর আসেনি। কিন্তু রবিবার সকালে খামারের ১১টি ভেড়া মৃত অবস্থায় পাওয়া যায়।

খামারের মালিক মোহাম্মদ আশিক বলেন, "আমার খামারে গরু, ছাগল, মাছের পাশাপাশি ভেড়াও ছিল। ১১টি ভেড়া, যার মধ্যে তিনটি গর্ভবর্তী ছিল, মেরে ফেলা হয়েছে। কারও সঙ্গে শত্রুতা না থাকা সত্ত্বেও এ নির্মম কাজ করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"

মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোর্শেদ উদ্দিন আহমেদ জানান, কয়েকটি ভেড়া কুপিয়ে হত্যা করা হয়েছে এবং কয়েকটির শরীরে লিকুইড পুশ করে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে পুলিশকে জানানো হয়েছে।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, "ঘটনাস্থলে গিয়ে ১১টি ভেড়ার মরদেহ পাওয়া গেছে। এটি শত্রুতা থেকে করা হয়েছে বলে মনে হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ভেড়া হত্যা,মাদকসেবী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত