বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে জামায়াতের টিন বিতরণ 

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ৩০ পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি)  সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে এ টিন বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামাতের সহ-সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, আলাইয়ারপুর ইউনিয়ন আমির মাওলানা বশির আহমেদ, ইউনিয়ন সেক্রেটারী ডাঃ আকমল হোসাইন,  ওয়ার্ড মেম্বার ইয়াসিন আরাফাত রায়হান সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।