ঢাকা ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দেবহাটার দরদি সংগঠনের ঢাবিতে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সহায়তা প্রদান

দেবহাটার দরদি সংগঠনের ঢাবিতে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের বিভিন্ন ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি-পরীক্ষা এ মাসেই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভর্তি-পরীক্ষা ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’।

ভর্তিচ্ছুকদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্যসেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা। তাছাড়া পরীক্ষার পূর্বের রাতে ক্যাম্পাসে থাকারও ব্যবস্থা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম গেইটে দরদি’র হেল্পডেস্কে স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১৫ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেখানে।

এ প্রসঙ্গে দরদি’র সভাপতি সাকিব হোসেন বলেন, “প্রতি বছরের ন্যায় এবারও হেল্পডেস্ক কার্যক্রম চালু রয়েছে। পরবর্তীতে ঢাবির মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ভর্তিপরীক্ষার সময় হেল্পডেস্ক বসাবো। এক্ষেত্রে স্ব স্ব ক্যাম্পাসে দরদির সদস্যরা তাদের ভর্তি সহয়তামূলক কার্যক্রম চলমান রাখবে।

ভর্তি সহায়ক হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত। সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ছিলেন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন। উপস্থিত ছিলেন, দরদির প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান এবং প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান। প্রোগ্রাম চলাকালীন হেল্পডেস্ক পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো: আলী আশরাফ সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক আহসান হাবীব ইমরোজ।

দরদি’র ঢাবিতে পড়ুয়া অন্যান্যদের মধ্যে কর্মসূচি সফল করেছেন- দরদির সহ-সভাপতি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান, দপ্তর সম্পাদক মো: আল আমিন হোসেন, অর্থ সম্পাদক নয়ন পাল, তথ্য-প্রযুক্তি সম্পাদক হাসানুল বান্না, উপ ক্যারিয়ার ও কাউন্সিলিং সম্পাদক মো: রাকিব হোসেন-সহ দরদি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনায় আর্থিকভাবে সহায়তার জন্য কার্যনিবার্হী উপদেষ্টা সাহাদাত হোসেন এবং দরদির নীতিনির্ধারণী পর্ষদের সদস্য দেবব্রত দাশের প্রতি দরদি’র সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

দরদি,ঢাবি,পরীক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত