মাগুরায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিদেশগামী শতাধিক যুবক-যুবতী এ সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তব্য রাখেন মাগুরা পলেটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুনির হোসেন, মাগুরা টেকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
সেমিনারে বিদেশগামী যুবক যুবতীদের বিদেশ গমনে করণীয় নানাবিধ বিষয় অবহিত করা হয়।