দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম গাজীরহাটে তার অফিসে বসে থাকাকালীন সময়ে সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে জগন্নাথপুর গ্রামের মতিয়ার রহমান সরদারের ছেলে শাওন পারভেজ লাভলু ও রবিউল সরদারের ছেলে নুরুল আলমসহ অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিতভাবে দা, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে তার অফিসে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা চালায়। তারা রেজাউল করিমের উপরে অতর্কিত হামলা ও অফিসে থাকা টাকা লুটপাট করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় রেজাউল করিমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় মামলা দায়ের করেন।
দেবহাটা থানার ওসি হযরত আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে ও আরো তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।