‘সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, ঘুচায় দৈন্য আনে সুদিন’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার বারাকাত হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নে সমাজ সেবা অধিদপ্তরের গঠিত সমিতির উপকারভোগী সদস্যসহ অন্যান্য পেশার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা আছে। যাচাই-বাছাইর মাধ্যমে সঠিক ব্যক্তিদের ঋণ দেওয়ার পরামর্শ দেন তিনি।