সিরাজগঞ্জের মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে জীবন ঝুঁকি নিয়ে মোটরসাইকেলযোগে ব্যবসার মালামাল আনা-নেয়া করা হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও আইন প্রয়োগকারী বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় জীবন ঝুঁকি নিয়ে ক্ষুদ্র ব্যবসার মালামাল মোটরসাইকেল চালকরা আনা-নেয়া করছেন। বর্তমানে মোটরসাইকেলযোগে মালামাল আনা-নেয়া বাড়ছে। স্থানীয়রা বলছেন, জীবন ঝুঁকি নিয়ে মোটরসাইকেলযোগে সিগারেটের কার্টুন, ওষুধের কার্টুন, হাঁস-মুরগি, মোদি দোকানির বিভিন্ন মালামালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিশেষ কৌশলে আনা-নেয়া করা হচ্ছে।
দিনরাত সড়ক পথে এমন ঝুঁকি নিয়ে তারা চলাচল করলেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বিভাগ ব্যবস্থা নিচ্ছে না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এমন ঝুঁকিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটেছে এবং অনেক স্থানে অনেকে মারাও গেছে। এ ঝুঁকি নিয়ে ঢাকা-উত্তরবঙ্গ, বগুড়া-নগরবাড়ি, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বিভিন্ন এলাকা সহ আঞ্চলিক সড়কগুলোর বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি চলাচল করছে। এছাড়া জেলা উপজেলা শহরগুলোতেও এমন ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চলাচলের দৃশ্য দেখা গেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলছেন, এমন জীবন ঝুঁকি নিয়ে মোটরসাইকেলযোগে মালামাল আনা-নেয়া করার বিষয়টি আমাদের নজরে আছে। তবে শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা উল্লেখ করেন।