ঢাকা ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

চবি জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চবি জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন।

প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ক্রীড়াকে উৎসাহ দেওয়ার জন্য নিয়মিত মাঠে উপস্থিত হই। খেলাধুলায় বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অবদান রাখছে। শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্ত না হয়ে প্রতিদিন মাঠে এসে ক্রীড়া চর্চা অব্যাহত রেখে শরীর ও মন সুস্থ রাখার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষাসহায়ক কার্যক্রমে নিজদেরকে সম্পৃক্ত করার পরামর্শ দেন। উপাচার্য চবি’র সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও শরীরচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চবি উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের পতাকা, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ রাজিয়া সুলতানা জিহান।

বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ মাচেন হ্লাকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার সৈয়দা ফারিহা লাহারিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। প্রতিযোগিতায় দলনেতার দায়িত্বপালন করেন ফাতেমা তুন নুর প্রিয়াংকা এবং হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ তনিমা আকন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া পারহিন প্রভা, সুমাইয়া সিকদার ও শানু আকতার নদী।

চবি,ক্রীড়া প্রতিযোগিতা,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত