রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মৃতি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালায় একটি স্বতন্ত্র গ্যালারিতে এই সংগ্রহ সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।
সোমবার (২৭ জানুয়ারি) রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন।
তিনি এ বিষয়ে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী সংগ্রহশালার প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ অংশে জুলাই বিপ্লবের স্মৃতি সংগ্রহ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সংগ্রহশালা পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহাঃ ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোঃ আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন