পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ স্কুলের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:১৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস্ স্কুলের ৪৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবুল ফয়েজ মোঃ হাবিবুর রহমান ব্যবস্থাপনা পরিচালক এনবিপিএম লিমিটেড পাকশীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব অধ্যাপক আজমল হোসেন সুজন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম।