রেলের রানিং স্টাফদের কর্মবিরতির মুখে সারাদেশে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে রাজশাহী স্টেশনে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর থেকে শত শত মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। ফলে ক্ষুব্ধ হয়ে অনেকে স্টেশন ভাঙচুর করেছেন।
উল্লেখ্য, পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ রয়েছে।