হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী টিটক মিয়া (২২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিটক মিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।
দুপুরে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন- অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল আরোহী টিটক মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।