ঢাকা ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ভান্ডারিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভান্ডারিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩ নং তেলিখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গোল বুনিয়া গ্রামে থেকে গতকাল মঙ্গলবার মো. জলিল হাওলাদার (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে ওই ওয়ার্ডের মৃত আজাহার হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে মৃতের ভাতিজার স্ত্রী মোসাম্মৎ সীমা বেগম পুকুরে পানি আনতে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখে উঁকি দিয়ে দেখতে পায় তার চাচা শ্বশুর নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ভান্ডারিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, জলিল হাওলাদার সোমবার রাতের যে কোন সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। জলিলের স্ত্রী না থাকায় এবং এক মাত্র ছেলে মো. সোলইমান তার শ্বশুর বাড়ি ভোলায় থাকায় জলিল হাওলাদার ঘরে একাই বসবাস করতেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, ময়না তদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ঝুলন্ত মরদেহ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত